Site icon Amra Moulvibazari

শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাচারী বাড়ির সংস্কার কাজ শুরু

শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাচারী বাড়ির সংস্কার কাজ শুরু


কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পরিত্যক্ত কাচারী বাড়ির সংস্কার কাজ শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কাজ শুরু হয়।

বুধবার (৩ মে) থেকে ৩২ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে খুলনার মল্লিক কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা বলছেন, সংস্কার কাজ করা হলেও বাড়িটির আদি রঙ-রূপ এবং কবির পদ্মপরশের স্থানগুলো যেন আগের মতই রাখা হয়।

১৯৮১ সালে পিতার আদেশে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে জমিদারি দেখভালের কাজে শিলাইদহ এসেছিলেন। তখন প্রায় পাঁচ একর জমির উপর নির্মাণ করা হয়েছিল বাড়িটি। যেখান থেকে খাজনা আদায় করা হতো।

২০১৮ সালে কাচারী বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। প্রথমবারের মতো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। চলতি অর্থবছরে বাড়িটির এক চতুর্থাংশ কাজ সম্পন্ন করা হবে। অর্থবরাদ্দ পেলে আগামী দুই-তিন অর্থবছরে পুরো বাড়ির সংস্কার কাজ করা হবে।

সংস্কার শেষ হলে দর্শনার্থীদের জন্য কাচারী বাড়িটি উন্মুক্ত করা হবে এবং সেখানে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এএআর/



Exit mobile version