Site icon Amra Moulvibazari

স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়ি চালক হয়েও শতকোটি টাকা সম্পদের মালিক

স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়ি চালক হয়েও শতকোটি টাকা সম্পদের মালিক

রাজধানীর অভিজাত এলাকায় বহুতল ভবন, ২৪টি ফ্ল্যাট সাথে অঢেল সম্পদ। যেন আলাদীনের চেরাগের ছোঁয়ায় সম্পদের পাহাড় গড়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের গাড়ি চালক আব্দুল মালেক।

র‍্যাবের অভিযানে গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। শুধু সম্পদে পাহাড় গড়েন্নি তিনি, রেখেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন বাণিজ্যকেও তার আওতায়। নানা পন্থায় বিভিন্ন পদে চাকরি পাইয়ে দিয়েছেন নিজের ২৭ জন  আত্মীয়কে।

করোনাকালে আলোচিত চরিত্র স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের গাড়ি চালক ছিলেন আব্দুল মালেক। জেকেজি, সাবরিনা, সাহেদ কান্ডের শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়ে আবুল কালাম আজাদ এখন নিয়মিত হাজিরা দিচ্ছেন দুদকের চৌকিতে।

র‍্যাবের অভিযানে সন্ধান মিললো আজাদের গাড়ি চালক আব্দুল মালেকের সম্পদের পাহাড়। রাজধানীতে দুই ডজন ফ্ল্যাট, রাজধানীর উত্তরা, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গায় রয়েছে ১০ তলা ও ৭ তলা বাড়ি। পাশাপাশি ছেলের নামে রয়েছে তুরাগ তীরে কোটি টাকার গরুর খামার।

শনিবার রাতে র‍্যাবের অভিযানে গ্রেফতার হন আব্দুল মালেক। র‍্যাব জানায়, স্বাস্থ্য অধিদপ্তরে অন্তত ২৭ জন আত্মীয়কে বিভিন্ন পদে চাকরিও দিয়েছেন তিনি। সাথে নিয়ন্ত্রণ করতেন স্বাস্থ্যের গাড়ির বাণিজ্য।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক কর্মচারী আবজালেরও বিপুল সম্পদের হদিস পায় দুদক।

Exit mobile version