Site icon Amra Moulvibazari

তরুণ ফুটবলারদের মধ্যে ড্রিবলিংয়ে সেরা ভিনিসিয়াস; শীর্ষ পাঁচের তিনজনই ব্রাজিলের

তরুণ ফুটবলারদের মধ্যে ড্রিবলিংয়ে সেরা ভিনিসিয়াস; শীর্ষ পাঁচের তিনজনই ব্রাজিলের


ছবি: সংগৃহীত

তরুণ ফুটবলারদের মধ্যে ড্রিবলিংয়ে সেরা কে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে ফ্রান্সের ফুটবলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস। তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের নাম। সবমিলিয়ে সফল ড্রিবলিংয়ে আধিপত্য এই ব্রাজিলিয়ান তরুণের। শীর্ষ পাঁচের মধ্যে তিনজনই ব্রাজিলের। খবর সিআইইএস ফুটবল অবজারভেটারির

ড্রিবলের জাদুতে প্রতিপক্ষকে কুপোকাত করে এগিয়ে যাওয়া। ফুটবলে এরচেয়ে সুন্দর ও প্রশান্তির মুহূর্ত আর কী হতে পারে? পেলে, ম্যারাডোনা, ক্রুইফ কিংবা লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রিবলিংয়ের জাদুতে দিনের পর দিন সমর্থকদের সম্মোহিত করে গেছেন বিশ্বসেরা এই তারকারা।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে মেসি-রোনালদো ও নেইমার। নিয়ম মেনে নিতে হবে বিদায়। যদিও সমর্থকদের আনন্দ দেয়ার দায়িত্বটা এরইমধ্যে বুঝে নিয়েছেন এমবাপ্পে- হাল্যান্ডরা। তবে প্রশ্ন আসতেই পারে তরুণদের মাঝে কাদের ড্রিবলিং মোহিত করছে ফুটবল দুনিয়াকে?

এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে ফুটবলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটারি। গত এক বছরে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আক্রমণভাগের যেসব ফুটবলার লিগে অন্তত ১৫’শ মিনিট খেলেছেন তাদের ওপর গবেষণা চালিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি: সংগৃহীত

তালিকার প্রথম নামটি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেয়া ভিনিসিয়াস নিজেকে অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সবশেষ এক বছরে প্রতিটি সফল ড্রিবল সম্পন্ন করতে গড়ে সময় নিয়েছেন ১৫ মিনিট ৩২ সেকেন্ড। তুমুল প্রতিদ্বদ্বিতাপূর্ণ ম্যাচে তার সাফল্যের হার ৫০ দশমিক ৩ শতাংশ।

ছবি: সংগৃহীত

তালিকার দুইয়ে থাকা নামটিও আরেক ব্রাজিলিয়ান তরুণের। তবে ভিনিসিয়াসের মতো পরিচিতি হয়নি তার। সান্তোসে খেলা এই ফুটবলারের নাম অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। সফল ড্রিবলিংয়ে ভিনিসিয়াসের চেয়েও এগিয়ে এই তরুণ। গড়ে সময় নেন মাত্র ১৩ মিনিট ৫৬ সেকেন্ড। সাফল্যের হার ৬৪ দশমিক ৩ শতাংশ। তবে নিজ দল ও প্রতিপক্ষ দলের শক্তির মাত্রায় ভিনিসিয়াসের চেয়ে পিছিয়ে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

ছবি: সংগৃহীত

তিন নম্বরে আছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। প্রতি ২০ মিনিট ১৪ সেকেন্ডে একটি সফল ড্রিবলিংয়ের পাশাপাশি তার সাফল্যের হার ৬০ দশমিক ১ শতাংশ।

ছবি: সংগৃহীত

আয়াক্সে খেলা ঘানার অ্যাটাকিং মিডফিল্ডার মোহাম্মদ কুদুস আছেন তালিকার ৪ নম্বরে। তিনি সময় নেন ১৮ মিনিট ১০ সেকেন্ড। সাফল্যের হারও ঈর্ষনীয় ৭৬ দশমিক ৯ শতাংশ।

ছবি: সংগৃহীত

এরপরেই আছে রিয়ালে খেলা আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর নাম। সফল ড্রিবলিংয়ে তার সময় লাগে ২৫ মিনিট ৪২ সেকেন্ড। সাফল্যের হার ৬১ দশমিক ২ শতাংশ। সবমিলিয়ে শীর্ষ পাঁচের তিনজনই ব্রাজিলিয়ান তরুণ, নেই কোনো আর্জেন্টাইন।

/আরআইএম



Exit mobile version