Site icon Amra Moulvibazari

যশোরে স্বর্ণের বারসহ আটক পাচারকারী

যশোরে স্বর্ণের বারসহ আটক পাচারকারী


বেনাপোল প্রতিনিধি:

যশোরের নাভারন সাতক্ষীরা মোড় থেকে মনিরুজ্জামান (৪০) নামে স্বর্ণ পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ লাখ ৪০০ টাকা।

রোববার (১৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের স্বর্ণের বারসহ তাকে আটক করেন। আটক মনিরুজ্জামান বেনাপোল নামাজগ্রাম এলাকার মৃত শের আলী মোড়লের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, রোববার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর-সাতক্ষীরা মহাসড়কের নাভারন মোড়ে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন নামক একটি বাসে স্বর্ণ পাচার হচ্ছে। এ সময় তল্লাশি করে ১০টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মনিরুজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ লাখ ৪০০ টাকা। পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এটিএম/



Exit mobile version