Site icon Amra Moulvibazari

২৮ সেপ্টেম্বর সাহেদের বিরুদ্ধে রায় দেয়া হবে

২৮ সেপ্টেম্বর সাহেদের বিরুদ্ধে রায় দেয়া হবে

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আগামী ২৮ সেপ্টেম্বর। আজ মহানগর দায়রা জজ আদালত রায়ের এ দিন ধার্য করেন। এ মামলায় সাহদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ডের আশা রাষ্ট্রপক্ষের।

১৯ জুলাই সাহেদের উত্তরার ১১  নম্বর সেক্টরের ৬২ নম্বর বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। মামলার দু মাস চার দিনের মাথায় রোববার বিচারিক আদালত রায়ের জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এ দিন সকালে আদালতে তোলা হয় সাহেদকে। তার উপস্থিতিতেই রাষ্ট্র  আসামী পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষ সাহেদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ডের জন্য আদালতের কাছে আবেদন করেন।

এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে সাহেদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ১১ জন। গত ১৫ই জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। ওই অভিযানে সাহেদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাও রয়েছে।

Exit mobile version