Site icon Amra Moulvibazari

রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো


ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে এক বার্তার মাধ্যমে মুসলিম উম্মাহর প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই পর্তুগীজ তারকা।

রমজান শুরু হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের উদ্দেশে সুন্দর বার্তা দিয়েছেন এই পর্তুগিজ তারকা। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, ‌‌সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।

সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে এরই মধ্যে শুরু হয়েছে মাহে রমজান। দেশটির ক্লাব আল নাসরে যোগ দিয়ে ধীরে ধীরে দলটির সাথে মানিয়ে নিচ্ছেন সিআর সেভেন। মিশছেন দেশটির সংস্কৃতির সাথে। এর আগেও অংশ নিয়েছিলেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে। ক্লাব ফুটবলের ব্যস্ততা থেকে আপাতত জাতীয় দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন রোনালদো। ইউরো বাছাইপর্ব খেলতে পর্তুগালে অবস্থান করছেন এই তারকা ফুটবলার।

/আরআইএম



Exit mobile version