Site icon Amra Moulvibazari

হাটহাজারী মাদ্রাসার কার্যক্রম চলবে ৩ সিনিয়র শিক্ষকের তত্ত্বাবধানে

হাটহাজারী মাদ্রাসার কার্যক্রম চলবে ৩ সিনিয়র শিক্ষকের তত্ত্বাবধানে

আল্লামা আহমদ শফী’র মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার পরিচালক ঠিক করতে পারেননি শুরা কমিটি। সেই কারণে এখন মাদ্রাসার কার্যক্রম চলবে তিন সিনিয়র শিক্ষকের তত্ত্বাবধানে।

শনিবার রাত ৭ টার দিকে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিন সমন্বয়কের একজন মাওলানা শেখ আহমদ। কমিটির অন্য দুই সদস্য হলেন মাওলানা আব্দুস সালাম এবং মাওলানা ইয়াহিয়া। এর বাইরে মাওলানা জুনায়েদ বাবুনগরী’কে মাদ্রাসার শিক্ষা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সন্ধ্যায় শুরু হয়ে শুরা কমিটির বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা। তবে রোববার থেকে শুরু হতে যাওয়া দাওরায়ে হাদিস পরীক্ষা বন্ধ হচ্ছে কি না সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয় নি।

Exit mobile version