Site icon Amra Moulvibazari

জুলাই বিপ্লবে আহতদের দ্রুত উন্নত চিকিৎসার দাবি ডা. জাহিদের

জুলাই বিপ্লবে আহতদের দ্রুত উন্নত চিকিৎসার দাবি ডা. জাহিদের


জুলাই আগস্ট বিপ্লবে গুরুতর আহতদের দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠিয়ে বা বিদেশ থেকে চিকিৎসক এনে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে আন্দোলনে আহত চিকিৎসারতদের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান শেষে এ দাবি জানান তিনি।

এ সময় তিনি বলেন, রোগীদের রাজনৈতিক পরিচয় নয় প্রত্যেক জেলা, উপজেলায় গণ অভ্যুত্থানে আহতদের তালিকা তৈরি করে চিকিৎসার ব্যবস্থা নেবে বিএনপি। এ ছাড়াও আহত ও নিহতদের পরিবারগুলোকে পুনর্বাসন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিও জানান তিনি।

/এএস



Exit mobile version