জুলাই আগস্ট বিপ্লবে গুরুতর আহতদের দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠিয়ে বা বিদেশ থেকে চিকিৎসক এনে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে আন্দোলনে আহত চিকিৎসারতদের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান শেষে এ দাবি জানান তিনি।
এ সময় তিনি বলেন, রোগীদের রাজনৈতিক পরিচয় নয় প্রত্যেক জেলা, উপজেলায় গণ অভ্যুত্থানে আহতদের তালিকা তৈরি করে চিকিৎসার ব্যবস্থা নেবে বিএনপি। এ ছাড়াও আহত ও নিহতদের পরিবারগুলোকে পুনর্বাসন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিও জানান তিনি।
/এএস