Site icon Amra Moulvibazari

মরকেল নন, উমর গুলই থাকছেন পাকিস্তানের বোলিং কোচ

মরকেল নন, উমর গুলই থাকছেন পাকিস্তানের বোলিং কোচ


পাকিস্তানের বোলিংয়ের দায়িত্বে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেলকে আনার পরিকল্পনা করেছিল পিসিবি। কিন্তু মরকেল নন, উমর গুলকেই বানানো হয়েছে পাকিস্তানের বোলিং কোচ।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বোলিং কোচের দায়িত্বে থাকবেন গুল। মরকেল বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল লাখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। মরকেলকে না পাওয়াতেই মূলত আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য গুলকে আবারও ডাক দেয়া হয়েছে।

এছাড়া একই সময় প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাবেক কিউই ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন। এর আগে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ডেথ বোলিংয়ের জন্য খ্যাত গুল আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৮৫ উইকেট পেয়েছেন। এর আগে তিনি সর্বশেষ টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষ হলে আফগানরা গুলের স্থলাভিষিক্ত করে সাবেক স্বদেশি পেসার মোহাম্মদ হামিদকে।

ইউএইচ/



Exit mobile version