চারদিন রপ্তানি বন্ধ থাকার পর বন্দরে আটকে পড়া ভারতীয় পেঁয়াজের ট্রাক দেশে আসতে শুরু করেছে। তবে অনেক পেয়াজই পঁচে গেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন বেশ কয়েকদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে মান।পঁচনশীল হওয়ায় এসব পণ্য ফেরত-ও নেবে না প্রতিবেশি দেশ।
গেল কয়দিন ধরে ভারতের পেঁয়াজ দেশে আসা না আসা নিয়ে বেশ সরগরম ছিলো দু-দেশের কূটনীতি। পরবর্তীতে যে পেঁয়াজ দেশে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় ভারত তা বিভিন্ন বন্দরে আটকে থাকা পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো।
শনিবার সকাল থেকে ভোমরা বন্দর দিয়ে একে একে ঢুকে পেঁয়াজ বোঝাই ট্রাক। এ দফায় ৩৮ ট্রাক অর্থাৎ ৯০০ টন আসার কথা এ বন্দর দিয়ে। আমদানিকারকরা বলছেন যেসব পেঁয়াজ আসছে মানের দিক দিয়ে তা খুবই নিম্ন।
একই পরিস্থিতি হিলি আর সোনা মসজিদ স্থলবন্দরেরও। ব্যবসায়ীরা বলছেন ট্রাক টানা চার দিন বন্দরের ওপারে আটকে ছিলো। তারও তিন চার দিন আগে পণ্য লোড করা হয়। এতোদিন আটকে থাকায় বেশিরভাগ পেঁয়াজই পঁচে গেছে। তবে আমদানিকারকরা দিনভর অপেক্ষায় থাকলেও বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ ঢুকেনি।
দিল্লিতে শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে যেসব পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে রপ্তানির পথে আটকে আছে সেসব ট্রাক ছেড়ে দেয়ার। এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয় ভারতে শুল্ক বিভাগকে।