Site icon Amra Moulvibazari

রমজান উপলক্ষে ব্রয়লার মুরগির দাম কমালো ৪ প্রতিষ্ঠান

রমজান উপলক্ষে ব্রয়লার মুরগির দাম কমালো ৪ প্রতিষ্ঠান


ছবি: সংগৃহীত

রমজান মাসে খামার থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০–১৯৫ টাকায় বিক্রি করবে বলে জানিয়েছে দেশের বড় চারটি মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান।

‘বিগ ফোর’ হিসেবে পরিচিত এই চার প্রতিষ্ঠানকে তলব করে বাজারে ব্রয়লার মুরগির ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আলোচনার পর ওই চার কোম্পানি ব্রয়লার মুরগির দাম নিয়ে তাদের সিদ্ধান্ত জানায়।

এই চার কোম্পানি হলো- কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাথে আলোচনায় তারা দামের বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়েছে।

কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ওনাদের কাছে অনেক তথ্য ছিল না, আবার আমরাও জানতাম না। এখন আলোচনার পরে সিদ্ধান্তে আসতে পেরেছি। আগে ২২০ থেকে ২৩০ টাকা দামে খামার থেকে বিক্রি করা হতো। রমজান মাসে তা ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে বিক্রি করা হবে।

/এনএএস



Exit mobile version