Site icon Amra Moulvibazari

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১


লালমনিরহাটের কালীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আবু মুসা ছোটন (৪০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পলাশ নামে একজনকে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আকিদ হোসেন পলাশ নামের ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর-হাজির স্কুল এলাকার বাড়িতে ইফতার শেষে পাশের একটি দোকানে যাওয়ার সময় ছোটনকে কথা বলার জন্য স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক মো. আকিদ
হোসেন পলাশ। এরপর সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছাত্রলীগ নেতাকে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে আকিদকে আটক করে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায় আবু মুছা ছোটন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে খুন করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

ইউএইচ/



Exit mobile version