Site icon Amra Moulvibazari

নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন নেতানিয়াহু

নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন নেতানিয়াহু

নোবেল শান্তি পুরষ্কারের জন্য এবার মনোনয়ন পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতালীয় সংসদ সদস্য পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন।

আমিরাত ও বাহরাইনের সাথে সম্পর্ক উন্নয়নের চুক্তি করায় নেতানিয়াহুকে মনোনিত করেছে গ্রিমোলদি। এক টুইট বার্তায় ইতালির এক আইন প্রণেতা আরো জানান নোবেল কমিটি তার প্রস্তাব পেয়েছে বলে নিশ্চিত হয়েছেন তিনি।

প্রস্তাবে গ্রিমোলদি দাবি করেছেন আমিরাত, বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি ছাড়াও সৌদি আরবের সাথে বন্ধন সুদৃড় করেছেন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধু নেতানিয়াহু যৌথভাবে নোবেল পুরষ্কার পাবেন বলে আশা করছেন তিনি।

Exit mobile version