Site icon Amra Moulvibazari

ফেরিতে ঈদযাত্রা: শিমুলিয়া-মাঝিকান্দি রুটে বাইকারদের ঢল

ফেরিতে ঈদযাত্রা: শিমুলিয়া-মাঝিকান্দি রুটে বাইকারদের ঢল


ঈদের ছুটির প্রথম দিনে মোটরসাইকেল আরোহীদের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। আজ বুধবার (১৯ এপ্রিল) ভোরে হাজারও বাইকার শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাটে ভিড় জমান।

এদিন সকাল ৬টা থেকে মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিই ছিল মোটরসাইকেল ও যাত্রীতে পরিপূর্ণ। বাইকাররা জানিয়েছেন, আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হলেও ছুটি শুরু হয়ে যাওয়ায় ফেরি হয়েই যাচ্ছেন তারা।

অন্যদিকে, বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, গতকালের মতো আজও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ২টি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা ও যাত্রী ভাড়া ৩০ টাকা।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বাড়লেও ঘাটে নেই দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি।

/এমএন



Exit mobile version