Site icon Amra Moulvibazari

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নারীসহ ৪ জন নিহত

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নারীসহ ৪ জন নিহত

জম্মু-কাশ্মীরে পুলিশের সাথে স্বাধীনতাকামীদের সংঘর্ষে নারীসহ কম্পক্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের বিবৃতি অনুসারে ভারত বিরোধী বিদ্রোহীর তথ্য পেয়েই এলাকাটি ঘেরাও করা হয়। এ সময় আত্মগোপনে থাকা কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পাল্টা অভিযানে প্রাণ হারায় দলটির ৩ সদস্য।

উভয়পক্ষের গোলাগুলিতে ৪৫ বছরের এক বেসামরিক নারী নিহত হন। এ সময় স্বাধীনতাকামীদের সমর্থনে এলাকাটিতে জমায়েত হন সরকার বিরোধীরা।

কাশ্মীর উপত্যকায় ভারতের নিয়ন্ত্রণের অবসান চেয়ে স্লোগান দিতে তাকে তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় শটগান থেকে বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Exit mobile version