Site icon Amra Moulvibazari

কুয়াকাটা সৈকতে বিশাল আকৃতির মৃত ডলফিন উদ্ধার

কুয়াকাটা সৈকতে বিশাল আকৃতির মৃত ডলফিন উদ্ধার


স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ডলফিনের অর্ধগলিত মৃতদেহ পাওয়া গেছে। ৯ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাত ১২টার দিকে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন স্থানে ডলফিনটি পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গবেষকরা জানিয়েছেন, এটি একটি শুশুক প্রজাতির ডলফিন।

কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির জানান, রাত ১২টার দিকে মৃত ডলফিনটি জোয়ারের স্রোতে ভেসে এসে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতের বালুতে আটকে পড়ে। এটির মাথায় ও লেজে জালে আটকানোর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাছ ধরার জালে এটি পেঁচিয়ে আটকা পড়ে মৃত অবস্থায় তীরে এসেছে।

ডলফিন নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ফিশ এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা জানান, এটি শুশুক প্রজাতির ডলফিন। জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে এটি।

কলাপাড়া উপজেলার মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাতে খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি বালুচাপা দেয়ার নির্দেশ দিয়েছিলাম। শুক্রবার (৫ মে) দুপুরেই সেটি বালুচাপা দেয়া হয়েছে।

এএআর/



Exit mobile version