Site icon Amra Moulvibazari

তিউনিসিয়ায় ভয়াবহ পানি সঙ্কট

তিউনিসিয়ায় ভয়াবহ পানি সঙ্কট


এপি থেকে সংগৃহীত ছবি।

তীব্র খরায় ভয়াবহ পানির সঙ্কটে ভুগছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। পরিস্থিতি এতোটাই খারাপ যে, এ সঙ্কট মোকাবেলায় পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। খবর এপি নিউজের।

এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে জমিতে পানির ব্যবহার, গাড়ি ধোয়া। এমনকি নিষিদ্ধ করা হয়েছে গাছে পানি দেয়াও! এছাড়া দেশজুড়ে প্রতি রাতে অন্তত ৭ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ রাখছে কর্তৃপক্ষ। জানা গেছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত পানি নিয়ে ভুগবেন দেশটির সাধারণ মানুষের।

প্রসঙ্গত, গত টানা প্রায় পাঁচ বছর ধরে খরায় ভুগছে তিউনিসিয়া। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি শুকিয়ে গেছে দেশটির বেশিরভাগ জলাশয়। সেচের পানির সংকটে চরম বিপাকে পড়েছেন তিউনিসিয়ান কৃষকরা।

/এসএইচ



Exit mobile version