Site icon Amra Moulvibazari

পতাকা কেড়ে নেয়ায় রুশ প্রতিনিধিকে ইউক্রেনীয় এমপির কিলঘুষি (ভিডিও)

পতাকা কেড়ে নেয়ায় রুশ প্রতিনিধিকে ইউক্রেনীয় এমপির কিলঘুষি (ভিডিও)


ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

নিজ দেশের পতাকা কেড়ে নেয়ায় আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নেয়া রুশ প্রতিনিধিকে কিল-ঘুসি মেরেছেন ইউক্রেনের এক এমপি। এ সময় অন্য প্রতিনিধিরা এসে তাদের নিবৃত্ত করেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। এরপর, থেকেই এ ইস্যুতে চলছে উত্তেজনা। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার (৪ মে) তুরস্কের রাজধানী আঙ্কারায় কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলোর এমপিদের ৬১তম অর্থনৈতিক সম্মেলনে এ মারামারির ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সম্মেলন শেষে ইউক্রেনের এমপি ওলেকজেন্ডার মারিকভস্কি তার দেশের একটি পতাকা হাতে নিয়ে নাড়তে থাকেন। এ সময় মারিকভস্কির হাত থেকে পতাকাটি কেড়ে নেন সম্মেলনে অংশ নেয়া রুশ প্রতিনিধি। এতে ক্ষিপ্ত হয়ে রাশিয়ার ওই প্রতিনিধিকে কিল-ঘুসি মারতে থাকেন ইউক্রেনের এমপি।
 
সম্মেলনে অংশ নেয়া কোনো এক প্রতিনিধি এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

/এসএইচ



Exit mobile version