ছোট কিংবা বড় পর্দা কোথাও আর অভিনয় করতে পারবেন না মিশা সওদাগর এবং জায়েদ খান। নীতিমালা ভঙ্গ আর আর্থিক অনিয়মের অভিযোগে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বয়কট করেছে চলচিত্রের ১৮ সংগঠন।
তিন দশকের ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে মিশা সওদাগরের। নীতিমালা ভঙ্গের অভিযোগে শিল্পী সমিতির সভাপতিকে স্থায়ীভাবে বয়কট করেছে চলচিত্রের ১৮ সংগঠন। বৃহস্পতিবার বিকেলে এক সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।
শুধু মিশা সওদাগরই নয়, সিনাম্র স্বার্থ বিরোধী কর্মকান্ড ও আর্থিক অনিয়মের অভিযোগে জায়েদ খানকেও করা হয়েছে বয়কট।
বয়কট হওয়া শিল্পীদের সাথে যদি কেউ কাজ করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান চলচিত্রের ১৮ সংগঠনের নেতারা।