মৌসুমী ঘূর্ণিঝড় অ্যালে’র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ জন। খবর ইউএসএ টুডের।
স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়া মন্টবেল্লোতে প্রথম আঘাত হানে টর্নেডোটি। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩২২ থেকে ৪৮২ কিলোমিটার। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি-বাণিজ্যিক স্থাপনা।
ঝড়ের দাপটে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় প্রায় ১০ হাজার বাসিন্দাকে কাটাতে হচ্ছে অন্ধকারে। গাছপালা উপড়ে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। দেশটির আবহাওয়া বিভাগ টেক্সাস-ওকলাহোমা-অ্যারিজোনা-নেভাদাসহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতসহ বন্যার পূর্বাভাস দিয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানা ১২তম টর্নেডো এটি।
এসজেড/