Site icon Amra Moulvibazari

কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


গাজীপুর মহানগর প্রতিনিধি:

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটে সাবেক এই বিডিআর সদস্যের মৃত্যু হয়।

নিহত শহিদুল ইসলামের (৬৩) বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। তার কয়েদি নম্বর-৩৩২৩/এ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, বিকেল ৪টার কিছু পর হঠাৎ অচেতন হয়ে পড়েন শহিদুল। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।

/এডব্লিউ



Exit mobile version