Site icon Amra Moulvibazari

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল পুরোপুরি বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল পুরোপুরি বন্ধ

বিকল্প চ্যানেল পালের চর দিয়ে ফেরি চলার দুদিন পর তা বন্ধ করে দেয়া হয়েছে। এতে পুরোপুরি বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। এদিকে যানবাহনের চাপ বেড়েছে পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ও পালের চল চ্যানেলে দীর্ঘ পথ হওয়ায় বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল।

এ কারণে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে করে পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে।

তবে পুথুলি মোড় থেকে শিবালয় থানা রোড পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখা গেছে।

Exit mobile version