Site icon Amra Moulvibazari

৫ মাস বন্ধ থাকার পর আবারও চীনে চামড়া রপ্তানি শুরু করেছে চট্রগ্রাম ট্যানারি রিফ লেদার

৫ মাস বন্ধ থাকার পর আবারও চীনে চামড়া রপ্তানি শুরু করেছে চট্রগ্রাম ট্যানারি রিফ লেদার

করোনার কারণে দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবার ও চীনে চামড়া রপ্তানি শুরু করেছে চট্রগ্রামের ট্যানারি রিফ লেদার। এদিকে কোরবানীর সময় সংগ্রহ করা এক লাখের বেশি লবণযুক্ত চামড়া এখনও বিক্রি করতে পারেনি আড়তদাররা।এ অবস্থায় কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানি করার দাবি জানিয়েছেন তারা।

করোনা ভাইরাসের কারণে গেল মার্চ মাস থেকে চীনসহ অন্যান্য দেশে চামড়া রপ্তানি বন্ধ হয়ে যায়।তবে দীর্ঘ সাড়ে ৫ মাস পর চলতি মাস থেকে আবার ও বিভিন্ন দেশে চামড়া রপ্তানি শুরু করেছে ট্যানারি রিফ লেদার। সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতিতে কোরবানীর সময় তারা মাত্র পঞ্চাশ হাজার পিসের মত চামড়া সংগ্রহ করেছে।

তবে রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকলে আরো চামড়া সংগ্রহের চিন্তা ভাবনা করেছে তারা। এদিকে কোরবানী সময় সংগ্রহ করা এক লাখের বেশি লবন যুক্ত চামড়া এখনও বিক্রি করতে পারেনি আড়তদাররা। এ পরিস্থিতিতে চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশংকায় তারা ।

তবে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা।রপ্তানি উন্নয়ন ব্যাুরো ও অ্যাসোসিয়েশনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন দেশে ৯ কোটি ডলারের চামড়া পণ্য রপ্তানি হয়েছে।

Exit mobile version