Site icon Amra Moulvibazari

জাতিসংঘকে তোয়াক্কাই করছে না মিয়ানমার সেনাবাহিনী; চালাচ্ছে সহিংসতা

জাতিসংঘকে তোয়াক্কাই করছে না মিয়ানমার সেনাবাহিনী; চালাচ্ছে সহিংসতা

রোহিঙ্গা গণহত্যার তিন বছর পেরিয়ে গেলেও এখনো রাখাইনে স্থানীয়দের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখের বেশি রোহিঙ্গাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে তাগাদা দিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জেনবায় সংস্থাটির মানবাধিকার হাইকমিশনার মিশেলে ব্যাশেলে মিয়ানমারের রাখাইনে চলমান হত্যা নির্যাতনের বিষয়েও কঠোর সতর্কবার্তা দেন।

তিনি বলেন, মিয়ানমারের স্বাধীন তদন্ত মিশন দেশটিকে রোহিঙ্গা গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত করার পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার পরিষদ ও সাধারণ অধিবেশনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানলেও হতাশার ব্যাপার তারা এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয় নি।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও তদন্ত সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি।

তবে মিয়ানমার সেনাবাহিনীর দাবি এরই মধ্যে রোহিঙ্গা নির্যাতনে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু করেছে তারা। একই সঙ্গে রোহিঙ্গা নির্যাতনে স্বীকারুক্তি দেয়া স্বপক্ষ ত্যাগী মিয়ানমারের সাবেক দুই সেনাকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনা মুখপাত্র মেজর জেনারেল জও মিং থুন।

Exit mobile version