Site icon Amra Moulvibazari

সিলেটে ছেলের দাফন শেষে বাবার মৃত্যু

সিলেটে ছেলের দাফন শেষে বাবার মৃত্যু


সিলেট ব্যুরো:

সিলেটে ছেলেকে কবর দিয়ে ফেরার আধা ঘণ্টার মধ্যে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ওসমানীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার বিকেলে উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামে নিজ বাড়ি থেকে আলী আকবরের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে ছেলের দাফন শেষ করে বাড়িতে ফেরেন ফারুক মিয়া (৭৫)। বেলা ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে রাত ৮টায় জানাজার পর ফারুক মিয়ার দাফন সম্পন্ন হয়।

নিহত ফারুক মিয়ার ভাগনে জানান, তিনি দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। এর আগেও ফারুক মিয়া দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ছয় মাস আগে মারা যান তার স্ত্রীও। তাই ছেলের মৃত্যু আর সহ্য করতে পারেননি তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আকবর আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এসজেড/



Exit mobile version