Site icon Amra Moulvibazari

পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারে কোথাও কোথাও এখনো আগুন জ্বলছে

পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারে কোথাও কোথাও এখনো আগুন জ্বলছে


পুড়ে ছাই হওয়া বঙ্গবাজার মার্কেটে কোথাও কোথাও এখনো জ্বলছে আগুন। ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী।

বুধবার (৫ এপ্রিল) ভোর থেকেই এসব আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আর এনেক্সকো টাওয়ারসহ আশপাশের গোডাউনের অবশিষ্ট মালামাল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। মালামাল নিজেদের বাসা-বাড়িতে রেখে আপাতত রক্ষার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। অনেক দোকানের কর্মচারী ধ্বংসস্তূপের মাঝ থেকে কাপড় সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, সব পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন তারা। টিকে থাকতে চেয়েছেন সরকারের সহায়তা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। মার্কেটটিতে সহস্রাধিক কাপড়ের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে সবশেষ কাজ করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইউএইচ/



Exit mobile version