Site icon Amra Moulvibazari

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী’তে আওয়ামীলীগের দু পক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী’তে আওয়ামীলীগের দু পক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী’তে আওয়ামীলীগের নির্বাচনী সভায় দু পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানায়, পাবনা ৪ আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে তৃণমূল প্রতিনিধির সভার আয়জন করে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ। দুপুরে কেন্দ্রীয় নেতা সহ অথিতিদের স্বাগত জানাতে কার্যালয়ের সামনে অবস্থান নেন স্থানীয় নেতাকর্মীরা।

সেখানে দাঁড়ানো’কে নিয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু’র সঙ্গে সাধারণ সম্পাদক ইসহাক মালিথার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version