Site icon Amra Moulvibazari

আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে


সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে কুইন্স খাতুন (৩৯) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে কুইন্সের সাবেক স্বামী আজাদ তাকে হত্যা করেছে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আশুলিয়া থানা পুলিশ জানায়, আজাদ ও নিহত কুইন্স স্বামী-স্ত্রী ছিল। আজাদ নেশাগ্রস্ত হওয়ায় পারিবারিক কলহের জেরে একবছর আগে তাদের বিচ্ছেদ হয়। তারপর থেকে সে কুইন্সকে পথে ঘাটে বিরক্ত করতো। সর্বশেষ বুধবার সকালে স্থানীয় জামগড়ার সড়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

এএআর/



Exit mobile version