দানবীয় ধূলিঝড়ের কবলে চীনের জিনজিয়াং প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (২ মে) থেকে শুরু হয়েছে বৈরী আবহাওয়া। এতে পুরো অঞ্চল ছেয়ে গেছে ধুলোয়। ঠিকমতো প্রবেশ করছে না সূর্যের আলোও। খবর সিএনএন এর।
ওয়াংসু কাউন্টির প্রশাসন প্রকাশ করেছে ভিডিও। যাতে দেখা যায়, প্রায় ৩২৮ ফুট উঁচু ধুলোর প্রাচীরে ঢেকে যাচ্ছে লোকালয়। রাস্তা-ঘরবাড়ি পুরু আস্তরে ঢেকে গেছে। এরই মধ্যে বাতাসে দূষণের মাত্রা বেড়ে গেছে। তাকলিমাকান মরুভূমি এলাকায় ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি।
বিশাল এ ধূলিঝড়ের কারণে বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচলও। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার থেকে কমতে শুরু করবে ঝড়ের প্রভাব।
এসজেড/