রাজধানীর বনানীর একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্মী নিহতের ঘটনায় গলাকাটা লাশের গুজব ছড়িয়ে পড়লে বস্তিবাসী বাড়িটি ঘেরাও করে।
দুপুরে বনানীর ১ নম্বর রোডে এই ঘটনা ঘটে। সতেরো বছরের লিজাকে নির্যাতনের পর ফাঁসিতে ঝুলানো হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় ফ্ল্যাট মালিক দেলোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। তবে ফ্ল্যাট মালিকদের দাবি দুপুর ১২ টার দিকে কোনো সাড়া শব্দ না পেয়ে গৃহকর্মী লিজার কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় লিজার মাথায় চেয়ার পড়েছিল। পরে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে লিজার মৃত্যুর খবর পেয়ে বাড়ির মালিকের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এই বাসায় আগে কাজ করেছেন এমন গৃহকর্মীরাও ছূটে আসেন। তাদের দাবি ফ্ল্যাট মালিক রানা এবং তার ছেলে নেশা করে গৃহকর্মীদের উপর নির্যাতন করতো। লিজার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।