Site icon Amra Moulvibazari

জয়হীন ভারত সফর শেষে দেশে ফিরল শান্ত-তাসকিনরা

জয়হীন ভারত সফর শেষে দেশে ফিরল শান্ত-তাসকিনরা


পাকিস্তানকে তাদের দেশের মাটিতেই হোয়াইটওয়াশ করার পর ভারত সফরে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে সেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। এ ছাড়া কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি তারা। অবশেষে ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে শান্ত বাহিনী।

রোববার (১৩ অক্টোবর) রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন।

মূলত, হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এ ছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

উল্লেখ্য, বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়েছে এই সিরিজে। টপ ও মিডল অর্ডার থেকেও আসেনি কোনো সাফল্য। সামনে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজে কেমন করে শান্তর দল, এখন সেটিই দেখার বিষয়।

/এমএইচআর



Exit mobile version