Site icon Amra Moulvibazari

রোহিঙ্গা সংকট সমাধান না করলে দেশে উগ্র ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধান না করলে দেশে উগ্র ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধান না হলে দেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সেই সাথে সংকট সমাধানে আসেনের ভুমিকার বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২৭তম আসেন ফোরামের বৈঠকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সংকট সমাধান না হলে এটি বাংলাদেশকে পরিবেশ ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করবে। এর কারণে আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা করেন মন্ত্রী।

তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষর হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয় নি। এমনি মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো গণহত্যা চলছে বলে জানান মন্ত্রী।

এদিকে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার দায় স্বীকার করে আরো দুই সেনা সদস্য সাক্ষ্য দিয়েছে। রোহিঙ্গা গণহত্যার স্বীকারুক্তি দেয়ায় সূচি প্রশাসনের বিচার করা আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version