Site icon Amra Moulvibazari

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার


ছবি: সংগৃহীত

গ্রেফতার হয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেয়ার মামলায় আদলতে হাজির হওয়ার পরই গ্রেফতার হয়েছেন তিনি। খবর বিবিসি‘র।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তার। কিন্তু আদালতের নির্দেশের আগেই ট্রাম্পকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুরু হয়েছে শুনানি।

আদালতে ঢোকার আগে ট্রাম্প কোনো গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেননি। এর আগে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। আদালত ভবনে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প।

এর আগে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন, খুবই পরাবাস্তব মনে হচ্ছে। বাহ, তারা আমাকে গ্রেফতার করতে যাচ্ছে।

এর আগে, ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক এই মামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তার সমর্থকরা। সহিংসতার আশঙ্কায় ম্যানহাটন আদালতসহ আশপাশে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়া প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট তিনি।

/এনএএস



Exit mobile version