Site icon Amra Moulvibazari

মিয়ানমারের রাখাইনে আবারো সহিংসতা চালাচ্ছে আরাকান আর্মি!

মিয়ানমারের রাখাইনে আবারো সহিংসতা চালাচ্ছে আরাকান আর্মি!

রোহিঙ্গা প্রত্যাবাসনে বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো কথা রাখে নি মিয়ানমার। রাখাইনে নিজ ভুমিতে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরিয়ে নেয় নি তারা।

উল্টো সেখানকার পরিবেশ আরো জটিল করছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইনে এখনো মিয়ানমার সেনাবাহিনী অত্যাচার অব্যাহত রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরাকান আর্মির নাম করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করছে। এমনকি ৮ই নভেম্বরের জাতীয় নির্বাচনেও রোহিঙ্গাদের অংশ নিতে দিচ্ছে না সরকার। যা জাতিগত নিধনের পর জাতিগত অবমাননা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধধার বৈঠকে অংশ নেয় ৮ দেশ। পরে এক বিবৃতিতে এই বিষয়গুলো তুলে ধরা হয়। এদিকে নতুন করে আরো দুই মিয়ানমার সেনা ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা গণহত্যার স্বীকারুক্তি দেয়ায় সূচি প্রশাসনের বিচার করা আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version