Site icon Amra Moulvibazari

নারী পাচারের অভিযোগে গ্রেফতার হলেন জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান

নারী পাচারের অভিযোগে গ্রেফতার হলেন জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান

নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে। বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে সোহাগকে গ্রেয়াফতার করে সিআইডি।

দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে সিআইডি আজম খান সহ তার পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। এরপর তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী দেন। সেই জবানবন্দীর ভিত্তিতেই গ্রেফতার করা হয় সোহাগকে।

সিআইডি জানায়, নাচের আড়ালে নারী পাচার করে থাকতো তারা। ইভান শাহরিয়ার সোহাগ ডান্স ট্রুপ নামের একটি ডান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানে নাচ করে তার দল।

Exit mobile version