Site icon Amra Moulvibazari

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তেই মিললো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তেই মিললো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ


এটি মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত কোনো হেলিকপ্টারের খণ্ডাংশ হতে পারে ধারণা স্থানীয়দের।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মাটি খোঁড়ার সময় একটি পুরনো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি ক্ষেতে এটি পাওয়া যায়। রোটারসহ তিনটি পাখা সমেত খণ্ডাংশটি মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত কোনো হেলিকপ্টারের হতে পারে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের আরেকটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। একই এলাকায় বারবার হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এনিয়ে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছে, তাদেরকে বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছে। এ ব্যাপারে রোববারে (৭ মে) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এএআর/



Exit mobile version