Site icon Amra Moulvibazari

পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বইয়ের মোড়ক উন্মোচন

পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বইয়ের মোড়ক উন্মোচন


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বেসিকস অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বইটি লিখেন বিএসএমএমইউর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান মজুমদার।

পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু রোগ বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

এএএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version