Site icon Amra Moulvibazari

আইফোন অর্ডার করে হাতে পেলেন মাটির দলা!

আইফোন অর্ডার করে হাতে পেলেন মাটির দলা!


অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন। কিন্তু হাতে পেলেন মাটির দলা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের আসানসোলে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়েছে, আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর হনুমান চড়ায় ঝনকপুরা এলাকার বাসিন্দা শশী যাদব। সামনেই ভাইয়ের জন্মদিন। তাই জনপ্রিয় একটি ই-কমার্স সাইট থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন তিনি। ডেলিভারি হওয়ার কথা ছিল ২২ মার্চ।

জানা গেছে, অর্ডারের একদিন আগে (২১ তারিখ) ডেলিভারি দিতে আসেন এক যুবক। ব্যবসায় স্বচ্ছতা রাখতে সম্প্রতি ই-কমার্স সংস্থাগুলো ‘ওপেন বক্স’ ফিচার এনেছে। যার ফলে ডেলিভারি বয়ের উপস্থিতিতেই এখন ক্রেতা দেখতে পারেন যে তার পার্সেলে সঠিক জিনিস রয়েছে কিনা। স্বাভাবিকভাবেই ফোনের বাক্স হাতে পেয়ে ডেলিভারি বয়ের সামনেই বক্সটি খোলেন শশী। প্যাকেট খুলতেই দেখা যায়, আইফোনের বক্সের ভেতর ভরা মাটির দলা।

শশী যাদব জানিয়েছেন, যেহেতু দামি জিনিস তাই ডেলিভারি বয়ের সামনে বক্স খুলেছি। অন্য জিনিস হলে হয়তো আগে খুলেও দেখতাম না। তবে ডেলিভারি বয় জানাচ্ছেন, তিনি টাকা রিফান্ডের ব্যবস্থা করছেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডেলিভারি বয় অভিষেক মণ্ডলকে জেরা করে। বার বার ডেলিভারি বয় জানান, তিনি অনলাইন সংস্থার অফিসে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, কয়েক বছর আগে অনলাইনে ফোন অর্ডার দিয়েছিলেন বিজেপির সংসদ সদস্য খগেন মুর্মু। ফোনের বদলে পাথর পেয়েছিলেন তিনি। সেই সময় অনলাইন সংস্থার বিরুদ্ধে উত্তর মালদহ থানায় অভিযোগ দায়ের করেছিলেন খগেন।

ইউএইচ/



Exit mobile version