ভারতের জম্মু-কাশ্মিরে অভিযান চলাকালে চরমপন্থীদের সাথে সংঘর্ষে ২ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। খবর এনডিটিভির।
শুক্রবার (৫ মে) স্থানীয় সময় ভোরে রাজৌরি সেক্টরের কান্দি বনাঞ্চলে চলছিল এ অভিযান। সেখানেই ঘটে এ হতাহতের ঘটনা।
গোপন সূত্রের খবর অনুসারে, সেখানে ছিল অস্ত্রধারীদের ঘাঁটি। গোলাগুলির একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে চরমপন্থীরা। প্রাণে বাঁচতে সেনাসদস্যদের লক্ষ্য করে জোরালো বোমা বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ২ সেনা। গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সরানো হয় উধামপুর কমান্ড হাসপাতালে।
অভিযান অব্যাহত রাখতে আরও ইউনিট পাঠানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য, গেলো ২০ এপ্রিল সামরিক ট্রাক লক্ষ্য করে এই দলটি হামলা চালিয়েছিল। সেই ঘটনায় প্রাণ যায় ৫ সেনা সদস্যের।
এসজেড/