Site icon Amra Moulvibazari

বন্যার কবলে সিলেটের ওসমানী হাসপাতালও, ব্যাহত চিকিৎসা সেবা

বন্যার কবলে সিলেটের ওসমানী হাসপাতালও, ব্যাহত চিকিৎসা সেবা


থইথই জল চারদিকে। বানের জল থেকে রেহাই পায়নি সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালও। নিচতলা থেকে সামনের প্রাঙ্গণ, পুরোটা ডুবে আছে পানিতে৷ উজানের ঢলের সাথে যোগ হয়েছে ভারি বৃষ্টি। পানি জমতে শুরু করে হাসপাতাল প্রাঙ্গণে। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় হাসপাতালের নিচতলা। রোগীদের ওপরের তলায় সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুন) দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। কাঙ্খিত সেবা না পেয়ে অনেকেই ধরেন বাড়ির পথ। সেবা পাওয়ার বিপরীতে হতাশ লোকজন। প্রশাসনের কাছেও কাছে নেই আশার বাণী।

কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা সেবা ঠিক রাখতে চেষ্টার কমতি নেই তাদের। পানি না কমা অবধি বিদ্যুৎ চালুর সুযোগ নেই।

তবে শনিবার সন্ধ্যার পর আইসিইউ ইউনিটে চালু করা হয় জেনারেটর৷ দিনভর বিভীষিকাময় সময় কাটানোর পর যেন খানিকটা আশার আলো দেখেন রোগীর স্বজনরা।

আরও পড়ুন: সুরমা নদীর চরে আটকা পড়ে জীবন শঙ্কায় ঢাবির ৪৫ জনসহ ১০০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

জেডআই/



Exit mobile version