Site icon Amra Moulvibazari

সাকিব-সোহানের ব্যাটিংয়ে ইনিংস হার এড়িয়ে লিড বাংলাদেশের

সাকিব-সোহানের ব্যাটিংয়ে ইনিংস হার এড়িয়ে লিড বাংলাদেশের


দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের থেকে ১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। সেই রান অতিক্রম করতে গিয়ে এক পর্যায়ে ১০৯ রানে ছয় উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের অবিচ্ছিন্ন ৮৬ জুটিতে ইনিংস হার এড়িয়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪৮ রানে অপরাজিত আছেন সাকিব। আর আরেক পাশে সোহান অপরাজিত ৩৯ রানে। বাংলাদেশের লিড এখন ৩৩ রানের।

এর আগে, প্রথম ইনিংস ১০৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ওপেনার তামিম ইকবাল করেন ২৯ রান। এই ইনিংসে বাংলাদেশর ছয় ব্যাটসম্যান কোনো রান না করেই ফিরে যান।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৬৫ রান করে ক্যারিবিয়ানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সহ অধিনায়ক জার্মেইন ব্লাকউড করেন ৬৩ রান।

জেডআই/



Exit mobile version