Site icon Amra Moulvibazari

রূপগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

রূপগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা


রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের মানিক মিয়া সড়কের স্বর্ণ খালি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত চালক রূপগঞ্জের মাহনা এলাকার তাহের আলীর ছেলে মোবারক হোসেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।

তিনি জানান, ভোলাবো ইউনিয়নের স্বর্ণখালি বাজারের পাশে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পরিবহন চালকরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় প্রেরণ করেন। সড়কের সামান্য সামনেই কালভার্টের পাশে রক্তে মাখানো ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও জানান, ধারণা করা হচ্ছে উপজেলার ভুলতা অথবা গোলাকান্দাইল এলাকা থেকে অটোরিকশা নিয়ে আতলাপুরের দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটোরিকশাটি ছিনতাই করতে না পেরে চালককে হত্যা করে পালিয়ে গেছে।

এএআর/



Exit mobile version