Site icon Amra Moulvibazari

৩ হাজার ৬’শ কোটি টাকা লোপাট করা পিকে হালদার দেশে ফিরতে চান | PK Haldar

৩ হাজার ৬’শ কোটি টাকা লোপাট করা পিকে হালদার দেশে ফিরতে চান | PK Haldar

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট মামলার আসামি প্রশান্ত কুমার হালদার ( পি কে হালদার ) দেশে ফিরতে চান।

অভিযোগ রয়েছে কোটি কোটি টাকা লোপাট করে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার সহযোগিতায় তল্পিতল্পা গোছিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন পি কে হালদার। এতোদিন পর সবাইকে চমকে দিয়ে তার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং-এর আইনজীবী আজ আদালতে পি কে হালদারের ফিরে আসার বিষয়টি তুলে ধরেন।

পি কে হালদারের আইনজীবী আদালতে আবেদনে বলেন, নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান পি কে হালদার। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতেই তার এই উদ্যোগ বলে উল্লেখ করা হয় আবেদনে।

তবে হাইকোর্টের আদেশ দেশে ফিরলে কারাগারে যেতে হবে তাকে। এরপর সিদ্ধান্ত হবে টাকা ফেরতের বিষয়ে। এজন্য আদালতকে জানাতে হবে কবে এবং কোন ফ্লাইটে দেশে ফিরতে চান পি কে হালদার।

পি কে’র দেশে ফেরা উদ্যোগে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা। পিপলস লিজিং সহ একাধিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎের অভিযোগ রয়েছে প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে।

Exit mobile version