Site icon Amra Moulvibazari

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রয়োজন ৪১১ বিলিয়ন ডলার: বিশ্ব ব্যাংক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রয়োজন ৪১১ বিলিয়ন ডলার: বিশ্ব ব্যাংক


রুশ হামলায় বিধ্বস্ত গোটা ইউক্রেন। ধ্বংসপ্রাপ্ত এই জনপদ আবারও পুনর্গঠন করতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ অর্থ। বিশ্ব ব্যাংক বলছে ইউক্রেনকে আবারও আগের রূপ দিতে দরকার হবে ৪১১ বিলিয়ন ডলার। খবর আল জাজিরার।

বুধবার (২২ মার্চ) এ কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটির অনুমান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো নির্মাণে লাগতে পারে কমপক্ষে ১০ বছর। এছাড়া, শুধু ধ্বংসস্তূপ পরিষ্কারে খরচ হবে পাঁচ বিলিয়ন ডলার। পুনঃনির্মাণে ১৩৫ বিলিয়ন ডলার লাগবে।

বলা হয়, যুদ্ধ যতো দীর্ঘমেয়াদী হবে পুনর্গঠনের খরচের পরিমাণ বাড়তেই থাকবে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউক্রেনে চার বছর মেয়াদী ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

এসজেড/



Exit mobile version