ন্যাটো নিরাপত্তা জোটে ৩১তম দেশ হিসেবে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ফলে দেশটির পতাকা এখন থেকে ন্যাটোর হেডকোয়ার্টারে উড়ানো হবে। খবর বিবিসি‘র।
ন্যাটোতে যোগদানের অংশ হিসেবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নথিতে স্বাক্ষর করেছেন এবং সেটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে হস্তান্তর করেছেন।
ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ফলে বড় ধাক্কা খেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারে এ আশঙ্কা থেকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ন্যাটোর সদস্য হিসেবে ফিনল্যান্ড যোগদান করায় এখন সীমান্ত নিয়ে রাশিয়াকে আরও বেশি দুঃচিন্তার মধ্যে পড়ে হবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়টি পর্যবেক্ষণ করছিল রাশিয়া। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ফলে রাশিয়ার নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ হুমকির মুখে পড়ে গেল।
/এনএএস