Site icon Amra Moulvibazari

৭৮৭ মিলিয়ন ডলারে মানহানির মামলা নিষ্পত্তি করলো ফক্স নিউজ

৭৮৭ মিলিয়ন ডলারে মানহানির মামলা নিষ্পত্তি করলো ফক্স নিউজ


নির্বাচনে কারচুপি নিয়ে মিথ্যা অভিযোগের মামলা নিষ্পত্তিতে ৭৮৭ মিলিয়ন ডলার গুনলো রুপার্ট মারডকের মালিকানাধীন গণমাধ্যম ফক্স নিউজ। মঙ্গলবার (১৯ এপ্রিল) শুনানির ঠিক আগ মুহূর্তে হয় দফারফা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর ফলে, ভোটিং মেশিন তৈরিকারী প্রতিষ্ঠান ডোমিনিয়নের করা মানহানি মামলায় আর আদালতে দাঁড়াতে হবে না মিডিয়া জায়ান্টটির কর্তাব্যক্তিদের। ভুল তথ্য প্রচারের কথাও স্বীকার করেছে ফক্স নিউজ।

এক বিবৃতিতে সাংবাদিকতার সর্বোচ্চ মানের প্রতি তাদের অঙ্গীকারের কথা জানানো হয়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকের ভূমিকা পালনের অভিযোগ ওঠে ফক্স নিউজের বিরুদ্ধে। ভোটিং মেশিনের মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি হচ্ছে- এমন বিষয় উঠে আসে প্রতিবেদনে। যা মিথ্যা দাবি করে ১৬০ কোটি ডলারের মানহানি মামলা করে ডোমিনিয়ন। অভিযোগ, ভুয়া রিপোর্টের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিষ্ঠান।

ইউএইচ/



Exit mobile version