Site icon Amra Moulvibazari

ব্যয় সংকোচন করতে গণভবনে ইফতার পার্টি আয়োজন হবে না এবার

ব্যয় সংকোচন করতে গণভবনে ইফতার পার্টি আয়োজন হবে না এবার


ফাইল ছবি।

ব্যয় সংকোচনের অংশ হিসেবে গণভবনে এবারের রমজান মাসে কোনো ইফতার পার্টির আয়োজন থাকছে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রীতি অনুযায়ী রোজার মাসের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনার মাঝে দুই বছর এই রীতিতে ভাটা পড়ে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরও ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এমন রীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন এতিমদের জন্য যে ইফতার আয়োজন হতো, তা বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

/এমএন



Exit mobile version