Site icon Amra Moulvibazari

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ।

নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার ফলোয়ারদের কাছে ত্রাণের জন্য অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হয়েছে। টুইটারের একজন মুখপাত্র জানান, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিওনিয়ার এলন মাস্ক সহ বিশ্বের প্রভাবশালী কয়েকজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়।

Exit mobile version