Site icon Amra Moulvibazari

সিঙ্গাপুর যাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

সিঙ্গাপুর যাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক সোহান


ছবি: সংগৃহীত।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে চোট পাওয়া আঙ্গুলের অস্ত্রপচার হবে কিনা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক দেবাশিষ চৌধুরী।

আপাতত সিঙ্গাপুরে যাওয়ার জন্য ভিসার অপেক্ষায় আছেন এই ব্যাটার। তার সঙ্গে যাবেন ডাক্তার দেবাশিষও। অস্ত্রোপচার করা হলে মাঠে নামার অপেক্ষা আরও বাড়তে পারে সোহানের। সেক্ষেত্রে সিঙ্গাপুরেই ঝুলে আছে এই উইকেটকিপার ব্যাটারের ভাগ্য। তবে অস্ত্রোপচার লাগবে না বলে আশাবাদী সোহান।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলের চোটে পড়েন সোহান। সেই ম্যাচে একাদশে ফেরা পেসার হাসান মাহমুদের একটি বল তালুবন্দি করতে গিয়ে বা হাতের আঙ্গুলে চোট পান তিনি। সে সময় বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, মাঠে ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়কের।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের শতবর্ষে যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। তাই সেই ম্যাচে আর ব্যাটিংয়ে নামতে হয়নি সোহানকে।

জেডআই/



Exit mobile version