বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে বলায় ভাড়াটে খুনি দিয়ে হত্যা করালো মেয়ে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ ঘটনার পরই অভিযুক্ত ১৪ বছরের ওই কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর মেট্রা’র।
পুলিশ জানিয়েছে, গলা টিপে পিটিয়ে খুন করা হয়েছে ওই নারীকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আনাস্তাশিয়ার মেয়ে এবং তার ১৫ বছরের প্রেমিক এ সবের নেপথ্যে রয়েছে। মহিলাকে খুনের জন্য ৩ হাজার ৬৫০ পাউন্ড দিয়েছিল তার মেয়ে এবং ওই কিশোর।
মায়ের ফ্ল্যাটেই প্রেমিকের সাথে লিভ ইন করত কিশোরী। মা ওই কিশোরকে পছন্দ করতেন না। এই কথা বলার পরেই আনাস্তাশিয়াকে খুনের ছক কষে কিশোরী। মা অফিস থেকে ফিরলে তাকে খুন করে ভাড়াটে খুনিরা। ফ্ল্যাটেই দেহ রেখে চলে যায় খুনিরা।
কিশোরীর এক বন্ধু জানিয়েছে, সে বরাবরই মাকে ঘৃণা করত। যদিও তার মা খুব ভালো মানুষ ছিলেন।
/এনএএস